Saturday, October 17, 2015

আজ অন্য রকম সুরে with তাহ্সান.....

মাঝে মাঝে তুমায় ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আকেঁ অন্য ছবি  ††



কিছুতে আমি তোমার মনটা বুঝতে পারিনা
এত চেনা তবো যেন লাগে অচেনা  ††

মাঝে মাঝে আকাশ শেজে উদাসী হয়ে থাকে
বুঝি না যে তখন তুমি কার কথা যে ভাব ††

মাঝে মাঝে কথার ফাকেঁ হঠাৎ তুমি থেমে যাও

বুঝিনা ত সে কথাটি আড়াল করে যে যাও††

No comments:

Post a Comment